ঢাকা      শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

জনগণের নির্বাচিত সরকারই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে: তারেক রহমান

IMG
28 September 2024, 7:46 PM

ঝিনাইদহ, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকারই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন দায়িত্ব নেওয়া উচিত হবে না, যেটা তাদের বহন করার ক্ষমতা নেই। আজ শনিবার বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রাকিব ও সাব্বির হত্যার বিচার দাবিতে ঝিনাইদহ শহরে পায়রা চত্বরে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকারের প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে। এমনকি তাদের সব কর্মকাণ্ডে সতর্ক থাকার প্রয়োজন।’

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার পতনের এই মহাসময়ে দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সব মানুষের অবদান দিতে আমরা যদি ব্যর্থ হই। তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের অসহায়ত্ব দেখা গেছে। এর অবসান না ঘটলে তাদের বেড়াজালে আবদ্ধ সরকার ছোট ছোট সমস্যাকে এক সময় মহাবিপদের সামনে নিজেদের দাঁড় করাবে। ছাত্র-জনতার আন্দোলনকে একটি গোষ্ঠী তাদের সফলতা বলে চিহ্নিত করলে দেশের জনগণ আরেকটি ইতিহাসের ফাঁদে পা দেবে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বক্তব্য দেন।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন