ঢাকা      রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

‘শহীদ আহনাফ মেমোরিয়াল’ উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

IMG
29 September 2024, 4:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফের স্মরণে নির্মিত ‘শহীদ আহনাফ মেমোরিয়াল’ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার রাজধানীর শাহীন কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আহনাফ। তার স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে ‘আহনাফ দিবস’ হিসেবে উদযাপনের ঘোষণা দেয় বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও আহনাফের ছোট ভাই ঢাকায় বিএএফ শাহীন কলেজে বিনা বেতনে পড়বে বলে সিদ্ধান্ত হয়। তার ছোট ভাইকে ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, শহীদ আহনাফ আহম্মেদ একজন অকুতোভয় বীর। ছাত্র আন্দোলনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে অন্যদের মতো রাজপথে নেমে আসে। তার এই আত্মত্যাগ ভবিষ্যতে সব শিক্ষার্থীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ আহনাফের বাবা-মা, ছোট ভাই এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন