ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

‘১ অক্টোবর থেকে পলিথিনের বিকল্প ব্যবহার কার্যক্রম শুরু করতে হবে’

IMG
29 September 2024, 5:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী ১ অক্টোবর থেকে শপিং মলগুলোতে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের পরিবর্তে বিকল্প পণ্যের ব্যবহার শুরু করতে হবে।

আজ রোববার পরিবেশ অধিদপ্তরের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হলে নিজ দায়িত্বে পলিথিন পরিহার করতে হবে। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

এ সময় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং এর বিকল্প পণ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

পরিবেশ উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে এবং দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

এর আগে, পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিনের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন করেন এবং মেলায় প্রদর্শিত ২৪টি স্টল ঘুরে দেখেন। মেলায় পরিবেশবান্ধব পণ্য যেমন পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন