ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ

IMG
30 September 2024, 12:33 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এর পাশাপাশি কাজ করছে নৌবাহিনী ও বিমানবাহিনী।

আজ সোমবার সকালের দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই বিষ্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর জানা না গেলেও ৩ নাবিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

জানা গেছে, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে। তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন