ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনী আক্তার গ্রেফতার

IMG
30 September 2024, 2:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর পল্লবী এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামী ‘মাদক সম্রাজ্ঞী’ মোসাঃ লাভলী ওরফে লাবনীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। সেনাবাহিনীর সহায়তায় আজ সোমবার সকাল সাড়ে সাতটায় টায় পল্লবীর আদর্শ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মোসাঃ লাভলী ওরফে লাবনী দীর্ঘ দিন ধরে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, হেরোইন ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে আজ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি হত্যা চেষ্টা ও ৪টি মাদক মামলা রয়েছে।

লাভলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন