কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. নঈম উদ্দিন সেন্টু ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং বিএনপির নেতা।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বেলা পৌনে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করছিলেন চেয়ারম্যান সেন্টু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com