ঢাকা      মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

শ্রমিকদের অবরোধে ফের বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

IMG
01 October 2024, 11:46 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত যান চলাচলের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আবার অবরোধ করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। এর আগে গতকাল একটানা আরও প্রায় সাত ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল ব্যস্ত এই মহাসড়টিতে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের ভোগরা এলাকায় মহাসড়কে নেমে আসেন অ্যাপারেল প্লাস লিমিটেডের শ্রমিকেরা।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, মালিকপক্ষ গত ১৪ আগষ্ঠ কারখানাটি বন্ধ ঘোষণা করে। যাবতীয় পাওনা পরিশোধে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়। চুক্তি মোতাবেক গত জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের দিন নির্ধারিত ছিল ২৫ সেপ্টেম্বর। ওই তারিখে বেতন না দেওয়ায় শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, শ্রমিকেরা গতকাল সন্ধ্যা থেকে আন্দোলন করছেন। তারা রাত ১টার দিকে সড়ক ছেড়ে দিয়েছিল। তারা আজ সকাল ৮টার আগে থেকে আবারো আন্দোলন শুরু করেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন