ঢাকা      মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

যাত্রাবাড়ীতে টহল টিম কর্তৃক অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার; পিস্তল ও গুলিসহ ৩ অপহরণকারী গ্রেফতার

IMG
01 October 2024, 4:37 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যাত্রাবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়ামিন ভুইয়া, মোঃ ইব্রাহিম ও মাসুদ রানা। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি পিস্তল, ১টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মেদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিকটিম আনোয়ার হোসেন একজন কলেজ ছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালিবাজারে স্বর্ণের ব্যবসা করেন।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ হতে রাজধানীর বংশাল তাঁতি বাজারে স্বর্ণ-রূপা কেনার জন্য রওনা হন। পথিমধ্যে তার চাচাতো ভাইয়ের নিকট হতে স্বর্ণ-রূপা কেনার জন্য ২ লক্ষ টাকা নেন। পরে ভিকটিম শনির আখড়া হতে রিকশা করে সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রাবাড়ী থানার মৃধা বাড়ি স্ট্যান্ডে পৌঁছলে একটি সিএনজি রিকশাটির গতিরোধ করে। তাৎক্ষণিক সিএনজি হতে তিনজন লোক রিকশা চালককে মারধর করে ভিকটিমকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নেয়।

সিএনজিতে গ্রেফতারকৃত ইয়ামিন পিস্তল দিয়ে ভিকটিমকে ভয় দেখিয়ে পকেটে থাকা ২লক্ষ টাকা ও মানিব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। সিএনজিটি মৃধা বাড়ি স্ট্যান্ড হতে সন্ধ্যা ১৮:৫০ টায় কোনাপাড়া বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে আসলে জ্যামে পড়ে। তখন ভিকটিমের মুখের কাপড় সরে গেলে পুলিশের টহল টিম দেখে চিৎকার করতে থাকে। অফিসার ইনচার্জের নেতৃত্বে থাকা টহল টিম সিএনজির কাছে আসলে ভিকটিম আনোয়ার হোসেনকে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনসাধারণের সহায়তায় যাত্রাবাড়ী থানার টহল টিম তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি দস্যুতার মামলা ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে অস্ত্র আইনে আরো একটি মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন