কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় কলেজছাত্রকে ফেলে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।
নিহতের নাম রুবেল হেসেন (২২)। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
গতরাতে রুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় তার হাত-পা বাঁধা আর মুখ গামছা দিয়ে পেঁচানো ছিল। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
রুবেল কুমারখালী উপজেলার মির্জানগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। কোর্ট পাড়া এলাকার বনফুড বেকারির সামনে লাল মিয়ার চার তলা বাড়ির তৃতীয় তলার মেসে থাকতেন তিনি। তিন তলার ওই মেসে মোট ৯ জন থাকতেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com