ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী ওপর হামলা, গাড়ি ভাঙচুর, মারপিট, কারখানায় অনুপ্রবেশ করে লুটপাট এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছে শিল্প পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলা দায়ের এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার আশুলিয়ার জিরাবো এলাকায় মন্ডল নিটওয়্যার লিমিটেড কারখানায় চলমান শ্রমিক অসস্তোষ নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানের ভেতরে আলোচনায় বসেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে দুই শ্রমিককে গুম ও দু'জনকে ধর্ষণ করেছে বলে গুজব ছড়ায়।
এছাড়া পার্শ্ববর্তী এলাকার ন্যাচারাল ডেনিমস ও ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানার শ্রমিকরা অযৌক্তিক বিভিন্ন দাবিতে ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করেন। এক পর্যায়ে অসন্তোষের কারণে কর্তৃপক্ষ এই দুটি কারখানায় ছুটি ঘোষণা করলে সব শ্রমিক একযোগে বের হয়ে আসে। এসময় তাদের সঙ্গে ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার উশৃঙ্খল শ্রমিকরা বহিরাগতদের নিয়ে দলবদ্ধ হয়ে টঙ্গাবাড়ি এলাকায় মণ্ডল গার্মেন্টসের সামনে অবস্থান নেন। পরে তারা মণ্ডল গার্মেন্টসের ভেতরে শ্রমিকদের যৌথ বাহিনী আটকে রেখেছে বলে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
তাছাড়াও, আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে কাউসার হোসেন খান নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ছয় শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। নিহত কাওসার হোসেন খান (২৭) ম্যাংগো টেক্স লিমিটেড কারখানার সুইং অপারেটর। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলার মধ্য রতনপুর এলাকায়।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com