ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। বিগত ২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতারাও পালিয়েছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com