ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচের দিন একাধিক নিষেধাজ্ঞা জারি

IMG
04 October 2024, 2:55 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহসভার হুমকিতে নানা শঙ্কার দোলাচলে থেকেও কানপুরে সুষ্ঠুভাবে ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এই ম্যাচ আয়োজনের প্রতিবাদে শুরু থেকে সরব ছিল হিন্দু মহাসভা। ম্যাচ ঘিরে হুমকির কারণে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা আছে গোয়ালিয়র। ভেন্যুতে বাংলাদেশ ও ভারতীয় দলের আসার পথে রাস্তায় ছিল কারফিউ। এবার ম্যাচের দিন সংগঠনটির বিক্ষোভ কর্মসূচি মাথায় রেখে সুষ্ঠুভাবে খেলা আয়োজনের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে জেলা কর্তৃপক্ষ।

ম্যাচের দিন ভারতীয় আইনের ধারা সেকশনের ১৬৩ জারি করা হয়েছে। বিক্ষোভ প্রদর্শন বন্ধ রাখার জন্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাঠে ব্যানার, টিফো নিয়ে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। শান্তি বজায় রাখার আহ্বান করা হয়েছে। এই নির্দেশিকা জারি থাকবে ৭ অক্টোবর পর্যন্ত। গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের নিরাপত্তার ও ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকবেন ১৬০০ পুলিশকর্মী।

নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মাঠে দাহ্য বস্তু নিয়ে যাতে কেউ না ঢোকে তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ নিয়ে কোনোরকম আপত্তিজনক মন্তব্য এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ জনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। গোয়ালিয়র এলাকায় বিভিন্ন বাড়ির অন্তত ২০০ মিটারের মধ্যে দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন