ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

দক্ষিণ লেবাননের মসজিদে বিমান হামলা ইসরাইলের

IMG
05 October 2024, 4:19 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননে হিজবুল্লাহর বিপক্ষে চলমান সামরিক অভিযানে একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। অভিযোগ উঠেছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরাইল। হাসপাতাল, ত্রাণ কার্যক্রমস্থলের পর এবার ইসরাইলি অভিযানে মসজিদের মতো স্থাপনায়ও হামলা হল।

ইসরাইলের বিবৃতিতে বলা হয়েছে, তারা দক্ষিণ লেবাননের একটি মসজিদের ভিতরে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা করেছে। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই ধরনের হামলা প্রথম।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আইডিএফ (আর্মি) গোয়েন্দাদের নির্দেশে, আইএএফ (বিমান বাহিনী) হিজবুল্লাহ সন্ত্রাসীদেরকে আঘাত করেছে। যারা দক্ষিণ লেবাননের সালাহ ঘান্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদের ভিতরে অবস্থিত একটি কমান্ড সেন্টারের মধ্যে কাজ করছিল’।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন