ঢাকা      শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

লেবাননে এ পর্যন্ত কয়জনকে হত্যা করলো ইসরাইল?

IMG
05 October 2024, 6:37 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলি বাহিনী গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে। এখনও তা চলছে। পার্স টুডে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ইসরাইলের ব্যাপক হামলায় এ পর্যন্ত দুই হাজার ২৩ জন বেসামরিক লেবাননি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৯ হাজার ৫২৬ জন।

ইসরাইলের নির্বিচার হামলার কারণে এ পর্যন্ত ১২ লাখ লেবাননি ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের এখন জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্র, খাদ্য, পানি, পোশাক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দরকার।

এদিকে, দক্ষিণ লেবাননের 'বিনতে জাবিল' শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার রাতে বিনতে জাবিল শহরের 'শহীদ সালাহ গানদুর' হাসপাতাল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়। এর ফলে ৯ জন লেবাননি মারাত্মক আহত হয়েছেন। সবার অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার লঙ্ঘন করে লেবাননে নির্বিচারে মানুষ হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানানো হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন