ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

নিজের অতীত দেখে বিরক্ত সালমান, কারণ জানালেন নিজেই

IMG
06 October 2024, 12:30 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ তিনি বলিউডের ভাইজান, অভিনয় জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন। তবে ক্যারিয়ারের শুরু থেকে তার ব্যক্তিগতজীবন নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকমহলে ব্যাপক চর্চা হয়েছে।

কিন্তু হঠাৎ যদি নিজের অতীতের সামনে দাঁড়ান সালমান? আজ থেকে ২০-২৫ বছর আগের সালমানের সঙ্গে দেখা হলে তিনি কী পরামর্শ দিবেন? ‘বিগবস ১৮’র প্রোমোতে সেই মুহূর্তেরই ঝলক উঠে এসেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বর্তমানের সালমানের সামনে দাঁড়িয়ে অতীত ও ভবিষ্যতের সালমান। অতীত ও ভবিষ্যতের সালমানকে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। অতীতের তরুণ সালমান প্রশ্ন করেন, ‘এখানে কোন স্বীকারোক্তি দিতে এসেছো? কী এমন কাণ্ড ঘটিয়েছ?’

সেই প্রশ্নের উত্তরে বর্তমানের সালমান বলেন, ‘আরে দাঁড়া ভাই! আমি কোনও কাণ্ড ঘটাইনি। তুইও অতীতে কিছুই করিসনি। আমি জানতাম না, নিজের অতীত দেখে এত বিরক্ত বোধ করব।’

এরপরে বৃদ্ধ বয়সের সালমান বর্তমানের সালমানকে বলে ওঠেন, ‘আমি কি বিষয়টা ভালবেসে বা থাপ্পড় মেরে বোঝাব?’ এই বক্তব্য শুনেই বিস্ফারিত চোখে তাকান সালমান।

কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে তৈরি সেই বৃদ্ধ সালমান জানান, তিনি এই মুহূর্তে ‘বিগবস্‌ ৩৮’-এর সঞ্চালনা করছেন। অবাক হয়ে ভাইজান নিজের বৃদ্ধ সত্তাকে প্রশ্ন করেন, ‘তখনও কি ‘বিগবস’-এর অস্তিত্ব থাকবে?’

উল্লেখ্য, সালমান বর্তমানে ‘বিগবস্ ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত। ২০১০ সাল থেকে এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করছেন। ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছোট পর্দার এই অনুষ্ঠান।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন