ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

খোলামেলা পোশাকে সংগীতশিল্পী জেফার

IMG
07 October 2024, 11:51 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সংগীতশিল্পী জেফার রহমান। অভিনেত্রী হিসেবেও তার পরিচিতি রয়েছে। তবে দর্শক জেফারকে গায়িকা হিসেবেই বেশি পছন্দ করেন। তার ফ্যাশনের ধরণ তরুণদের বেশ আকৃষ্ট করে। এবার তিনি ধরা দিলেন অন্যরকম এক লুকে। সম্প্রতি তিনি তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি খোলামেলা পোশাক ও মেকআপহীন লুকে ধরা দিয়েছেন।

ছবিতে দেখা যায়, খোলা চুল, মাথায় রোদ চশমা এবং মেকআপহীন লুকে গুহায় বসে থাকতে দেখা গেছে এ গায়িকাকে। তার পরনে ছিল সাদা ক্রপ টপ ও হাফ জিন্স। এছাড়াও গলায় ঝুলানো ছিল ফ্যাশনেবল একটি ব্যাগ। সেই সঙ্গে কানে স্টোনের ছোট দুল, ঠোটে হালকা লিপস্টিক আর চোখের চাহনি।

জেফারের খোলামেলা পোশাকে অনুরাগীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে। তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা জেফারের রূপের প্রশংসার পাশাপাশি কটাক্ষও করেছেন কেউ কেউ। তরুণদের ক্রেজ গায়িকা জেফারকে নিয়ে ট্রলও কম হয় না। তার অভিনয়, সাজপোশাক, শাড়ি পরা থেকে শুরু করে হালের নতুন গান ‘স্পাইসি’ সবখানেই হয়েছে ট্রল!

উল্লেখ্য, গান ও অভিনয়, এই দুই শিল্পের তার পরিচিতি এবং জনপ্রিয়তা রয়েছে জেফারের। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ‍ামী’তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত গায়িকা।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন