কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর তার লাশ নিয়ে গেলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন (৩৩) ওই এলাকার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই হিরন মিয়া বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করে। পরে তারা ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মরদেহ তুলে নিয়ে যায়।
১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজ অভ্যন্তরে কামাল হোসেন গেলে বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায়।
তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফিরিয়ে আনা হবে। কামাল কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com