ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

সূচকের বড় পতন, দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১১৮ কোটি

IMG
08 October 2024, 12:02 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সূচকের বড় পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১১৮ কোটি টাকা।

মঙ্গলবার (৮ অক্টোবর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৯৬ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ দশমিক ২১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩০৭ দশমিক ৮৪ পয়েন্টে ও ১ হাজার ১৮৩ দশমিক ৭৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৪ দশমিক ৮৮ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৬টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৯৬ দশমিক ৪৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৫৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯১৬ দশমিক ২৬ পয়েন্টে ও ৯ হাজার ৫৮ দশমিক ৬৩ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৯ দশমিক ২৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৬৬ দশমিক ২৩ পয়েন্টে ও ১ হাজার ১২৬ দশমিক ৪৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭১ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৭৩ দশমিক ৮৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৮৯ লাখ ৮৯ হাজার টাকার।

লেনদেন হওয়া ১০১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন