ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলবেন মাহমুদউল্লাহ

IMG
08 October 2024, 1:06 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।

তারা জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। আছে ২৩৯৫ রান। যা অবশ্য শেষ দুই ম্যাচে বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে।

সবকিছু ঠিক থাকলে ভারত সিরিজের বাকি দুটি ম্যাচ খেলেই টি-টোয়েন্টিতে থামছেন মাহমুদউল্লাহ। এর আগে এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেট ছাড়েন গত ২০২১ সালের জুলাইয়ে। যদিও ওয়ানডে ক্রিকেটটা আরো কিছুদিন খেলে যেতে চান তিনি।

৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহকে নিয়ে ভারত সিরিজের দল ঘোষণার পর থেকেই শুরু হয় আলোচনা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যেখানে লক্ষ্য, সেখানে মাহমুদউল্লাহর থাকাটা ভালোভাবে নেয়নি অনেকেই। বিশেষ করে পারফরম্যান্সও যখন তার পক্ষে কথা বলে না।

যার প্রমাণ শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ম্যাচে ১৫ গড়ে রান ৯৫, স্ট্রাইকরেট তারও কম, মোটে ৯৪! এরপর সুযোগ পেয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। দলকে বিপদে রেখে ফেরেন সাজঘরে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন