ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

আগামী সপ্তাহেই ট্রাইব্যুনাল পুনর্গঠন: আইন উপদেষ্টা

IMG
09 October 2024, 7:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছে, তা সরকার জানে না।

আজ বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, যদি ট্রাইব্যুনালের বিচার কাজে শেখ হাসিনাকে প্রয়োজন হয়, তাহলে তাকে ফেরানোর উদ্যোগ নেয়া হবে। সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে।

এসব বিচারপতিদের বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন