ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

‘পূজায় বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী’

IMG
10 October 2024, 12:47 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নৌবাহিনীও কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মুসা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত নৌপ্রধান বলেন, ঢাকায় এবং উপকূলে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি। ভারপ্রাপ্ত নৌপ্রধানের প্রত্যাশা, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন