ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর ব্যস্ততম কুড়িল-বিমানবন্দর সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ আন্দোলনে ব্যাপক জনভোগান্তি তৈরি হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু পর শ্রমিকরা রাস্তায় নেমে আসে। প্রথমে তারা কুড়িল ফ্লাইওভারে ওঠার মুখে এবং বসুন্ধরা গেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।
শ্রমিকরা জানান, প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে তাদের বেতন পাওয়ার কথা। কিন্তু বেতন পেতে তাদের ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। অতিদ্রুত এই সমস্যা সমাধানের দাবিতে তারা রাস্তায় নামেন।
এদিকে, যান চলাচল বন্ধ থাকায় প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়ক কার্যত অচল হয়ে পড়ে। দুই সড়কেই আটকা পড়ে শত শত যানবাহন।
অনেকে অফিস যাওয়ার পথে মাঝরাস্তায় দীর্ঘসময় আটকা পড়েন। কেউ বাস বা সিএনজি থেকে নেমে গিয়ে পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। এক্ষেত্রে চরম বিপাকে পড়েন নারী, শিশু ও বয়স্করা।
বেলা ১২টার পর সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। তাদের সরিয়ে কারখানা এলাকায় আলোচনার জন্য নিয়ে গেলে শুরু হয় যান চলাচল। তবে, রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগে বেশকিছুটা।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com