ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক পরিচালক (বর্ডার উইং) মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে দুপুর আড়াইটায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, মনিরুল ইসলামের বিরুদ্ধে গুলশান ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com