ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই উৎসবটিকে ঘিরে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। তাই তো সকলের মতো উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
পূজার এই কটা দিন নিজের মতো করেই সাজতে ভালোবাসেন মিম। হালকা প্রসাধনী ব্যবহার করেন। পোশাকের ক্ষেত্রে বেছে নেন কোমল সব রং। ষষ্ঠী থেকে দশমী– পূজার একেক দিনে একেক রকম পোশাক পরবেন বলে জানালেন মিম।
সম্প্রতি মিমকে দেখা গেছে দুর্গাপূজার ফটোশুটে অংশ নিতেও। সে ছবিগুলো পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে বেশ সাড়াও মিলেছে।
মিম বলেন, নিজের আনন্দ থেকেই এমন ফটোশুট করা। পূজাতে পরিকল্পনা কী? কোথায় থাকছেন, কোথায় কোথায় ঘুরছেন? এই বিষয়ে জানতে চাওয়া হয় নায়িকার কাছে।
মিম বলেন, এবার পূজাতে আমি ঢাকায় থাকব। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দর্শন করার।
বাইরে না যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ ও বর্তমানের যানজটকে দুষলেন মিম। বললেন, আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ, পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com