ঢাকা      শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

আসিয়ান সম্মেলন : চীন-ফিলিপিন্স বিরোধ

IMG
11 October 2024, 11:08 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ চীন সাগরে বেইজিং-ম্যানিলা সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংকে চ্যালেঞ্জ করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে বিরোধ বাড়ার উদ্বেগ নিয়েই গত বৃহস্পতিবার আসিয়ান সম্মেলনে দুই নেতা মুখোমুখি হন।

লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) ১০ সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন লি। লিয়ের সঙ্গে সাক্ষাতে দক্ষিণ চীন সাগরে দুই দেশের সংঘাতের প্রসঙ্গটি উত্থাপন করেন মার্কোস।

তিনি বলেন, রাজনৈতিক নিরাপত্তা থেকে অর্থনৈতিক সহযোগিতাকে আপনি আলাদা করতে পারবেন না। দক্ষিণ এশিয়ার এক কূটনৈতিক দুই নেতার এই বিরোধপূর্ণ কথাবার্তা চলার খবর সাংবাদিকদের জানান। সাম্প্রতিক মাসগুলোয় দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় চীন ও ফিলিপিন্সের নৌযানের মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। ফিলিপিন্স বারবার অভিযোগ তুলেছে, চীনা কোস্ট গার্ড তাদের নৌযান চলাচলে বাধা প্রয়োগ করেছে।

দক্ষিণ চীন সাগরে প্রায় একচ্ছত্র মালিকানা দাবি করে আসছে চীন। এ নিয়ে ফিলিপিন্সসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের দীর্ঘ বিরোধ রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন