ঢাকা      শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত: ঢাকার প্রতিবাদ

IMG
11 October 2024, 1:13 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে মো. ওসমান (৫০) নামে এক জেলে নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার ঢাকার মিয়ানমার দূতাবাসে পাঠানো কূটনৈতিক নোটে সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, সেন্ট মার্টিন ইউনিয়নের কাছে মাছ ধরার সময় ৫৮ জন জেলেসহ ৬টি মাছ ধরার ট্রলার মিয়ানমার কর্তৃপক্ষ আটক করে। পরে বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সরকার কূটনৈতিক নোটে মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ৬টি ট্রলার নিয়ে সাগরের ওই এলাকায় সম্প্রতি মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। এ গুলোর প্রতিটিতে ১০ থেকে ১২ জন করে জেলে ছিলেন। বুধবার দুপুরের দিকে ট্রলারগুলো লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ে মিয়ানমারের নৌবাহিনী। এতে দুটি ট্রলারের অন্তত চার জেলে আহত হন। একপর্যায়ে সেখানে ওসমানের মৃত্যু হয়।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন