ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

সীমান্তে ৫,৭০০ কেজি ভারতীয় আপেলসহ ট্রাক জব্দ

IMG
11 October 2024, 8:02 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেলসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বাংলাবাজার বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কিরনপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেল এবং ১টি EICHER RUNNER ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে আপেলের এই বড় চালানটি জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন