ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

মাদকের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, সাংবাদিককে কুপিয়ে হত্যা

IMG
12 October 2024, 6:46 PM

ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর মাঝিপাড়ার টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন কুমার ভদ্র (৭০) তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি। তিনি আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না বলে জানা গেছে। তবে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে নিজ বাসার সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন। এমন সময় ছুঁড়া নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। প্রথমে হাতের কব্জি কেটে আলাদা করে পরে ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাগর মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার বাবুল মিয়ার ছেলে। আটক সাগর নেশাখোর বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম।

ওসি বলেন, এলাকায় মাদকের বিস্তার যেনো না ঘটে, এ নিয়ে প্রায়ই প্রতিবাদ করতেন সাংবাদিক স্বপন ভদ্র। এছাড়া ফেসবুকেও লেখালেখি করতেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তাকে হত্যা করে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন