ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে টমটমচালক জাফর আহাম্মদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ২- এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীর সোনাগাজী এলাকায় টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ২- এর একটি দল।
গ্রেফতারকৃত হাজী রহিম উল্লাহর বিরুদ্ধে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com