ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

IMG
13 October 2024, 12:25 PM

বরিশাল, বাংলাদেশ গ্লোবাল: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ৫ তলাবিশিষ্ট মেডিসিন ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে মেডিসিন ভবনের নিচতলার গোডাউনে এ আগুন লাগে। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ সময় আগুনের ধোঁয়ায় পুরো হাসপাতাল ভরে যায়। এতে হাজারো রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ফায়ার সার্ভিসসহ অন্যরা দ্রুত রোগীদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী রোগীর স্বজনরা বলেন, বৈদ্যুতিক তারে আগুন জ্বলতে দেখেছেন। এরপর সেই আগুন বাতাসের দাপটে হাসপাতালের মধ্যে ছড়িয়ে পড়ে। গোডাউনের মধ্যে দাহ্য বস্তু থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো মেডিসিন ভবন। তখন ফায়ার সার্ভিসে খবর দিই।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এখনো গোডাউনের মধ্যে থাকা ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।

তিনি আরো বলেন, মেডিসিন ইউনিটের ওই গোডাউনে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় অসহ্য ধোঁয়ার সৃষ্টি হয়েছে। কক্ষে থাকা রোগীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন