ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

মাদারীপুরে পদ্মায় অভিযান: ২০ হাজার মিটার জাল জব্দ, আটক ৫

IMG
13 October 2024, 12:35 PM

মাদারীপুর, বাংলাদেশ গ্লোবাল: মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনে মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে ৪টি ব্যাটারি, ২ টি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশসহ ৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত দুইটা থেকে আজ রোববার ভোর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস অফিস।

মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এর নেতৃত্বে নৌপুলিশ ও মৎস অফিসের টিম পদ্মানদীতে অভিযান পরিচালনা করে। এসময় অসাধু ৫ জেলেসহ জাল, ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, প্রথম অভিযান রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত পরিচালনা হয়েছে। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য কঠোর অভিযান চলমান থাকবে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন