বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। দুজনই গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম।
আজ রোববার সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২) এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)।
পুলিশ জানায়, দুর্ঘটনা শিকার হওয়া এ দুই নারী ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। শনিবার রাতে নূপুর আক্তারের মায়ের মৃত্যুর খবর পেয়ে আজ রোববার ভোরে মোটর সাইলকেল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার গাজীপুর থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয়। পথে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটর সাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হন এবং মোটর সাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। তাকে শেরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এটিকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com