কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজার টেকনাফের ঊনচিপ্রাং সীমান্তে বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র টহলদল আজ রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে খালেরমুখ নামক স্থানে অভিযান চালায়। এসময় তিনজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। পরে তাদের হাতে থাকা পোটলা ফেলে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায় চোরাকারবারীরা।
এরপর ওই স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের একটি পোটলা উদ্ধার করে বিজিবি।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com