ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর তাঁতীবাজারের পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন যুবকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন- আকাশ, হৃদয় ও জীবন। এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শিব্বির আহম্মেদ। শুনানি শেষে আদালত তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার রাতে তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতনামা এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা আসামিদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com