ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

বোমা আতঙ্ক: নিউ ইয়র্ক-গামী ফ্লাইটের দিল্লিতে জরুরী অবতরণ

IMG
14 October 2024, 1:47 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতের মুম্বাই থেকে নিউ ইয়র্ক-গামী 'এয়ার ইন্ডিয়া'র একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করেছে। একটি হুমকি বার্তা পাওয়ার পর আজ সোমবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি।

এসময় ফ্লাইটটিতে ২৩৯ জন যাত্রী ছিলেন। তাদেরকেও নিরাপদে বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘১৪ অক্টোবর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-এআই১১৯ একটি সুনির্দিষ্ট নিরাপত্তা সতর্কতা পেয়েছিল। ওই ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়ার পর সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রণ কমিটির নির্দেশে ফ্লাইটটি মাঝপথে ঘুরিয়ে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ফ্লাইটের সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে দিল্লি বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাই থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির।

বিমানটি বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন রানওয়েতে রাখা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ দলসহ নিরাপত্তা সংস্থাগুলো সম্পূর্ণ চেকিং চালাচ্ছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার মতে, সকলের নিরাপত্তা নিশ্চিতে মানসম্পন্ন নিরাপত্তা প্রোটোকলগুলো অনুসরণ করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। তবে তদন্ত চলছে।

হুমকির প্রকৃতি যাচাই করার জন্য নিরাপত্তা কর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে কর্তৃপক্ষ। যাত্রী ও ক্রু সদস্যরা আরও নির্দেশনার জন্য অপেক্ষা করছেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন