ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৩ সালে ইস্যুকৃত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) কার্ড সংক্রান্ত সব কার্যক্রম বাতিল করেছে সরকার।
আজ সোমবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ বিষয়ে সার্কুলার জারি করেছে।
দেশের রফতানি ও বাণিজ্য কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতি বছর ব্যবসায়ীদের সিআইপি মর্যাদা দিয়ে থাকে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com