ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যানসহ তিন বিচারপতি

IMG
15 October 2024, 1:48 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি তাদের প্রথম কর্মদিবসে অফিস করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৮ মিনিটে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনালে প্রবেশ করেন।

তবে নির্ধারিত সময় দুপুর ১২টার আগে ট্রাইব্যুনালে আসেন দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৪ অক্টোবর তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই দিন সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও দুই জন বিচারক ট্রাইব্যুনালে কাজ করবেন।’

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেলো জুলাই ও আগস্ট মাসে গণহত্যার অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়। বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান। এমন পরিস্থিতিতেই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেওয়া হলো।’



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন