ঢাকা      বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
শিরোনাম

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

IMG
16 October 2024, 2:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সংবাদকর্মী ও তার পরিবারের সদস্যরা। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত আসামিরা ইতোমধ্যে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তামিম হত্যার সুষ্ঠু বিচার হবে না। এসময় বিচার শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান তামিমের পরিবার।

বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি সরাসরি এ হত্যায় জড়িত দাবি করে তামিমের পরিবার বলে, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধী যেইই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আাসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবির পদ স্থগিত করেছে বিএনপি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন