ঢাকা      বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
শিরোনাম

কুড়িগ্রামে নদগ অর্থসহ ১৮ জুয়াড়ি গ্রেফতার

IMG
16 October 2024, 7:14 PM

গোলাম মওলা সিরাজ, বাংলাদেশ গ্লোবাল: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার গভীর রাতে ভূরুঙ্গামারী বাজারে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করেছে থানায় নিয়ে আসা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের মিলন (৩৪) ও সোহাগ (৩২), নলেয়া এলাকার রফিকুল (২৮), মিলন (৪৪), ফজলু, খবিরুল (৪৫), মতিয়ার (৪৫), খোকন (৩৫) আলমগীর ও শফিকুল (৪০), গোপালপুর এলাকার তাজুল (৫২), আনোয়ার (৪০), আলী হোসেন (৪০), জাহিদুল (৪২) ও খবিরউদ্দিন (৩৯), দেওয়ানের খামার এলাকার আরিফুল (৩৮), পাইকেরছড়া এলাকার এনামুল (৩৫) এবং বাগগান্ডার এলাকার হোসেন আলী (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, আমরা প্রায় দিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন