ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

পশ্চিমা নিষেধাজ্ঞা 'শত্রুতামূলক পদক্ষেপ' : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

IMG
17 October 2024, 10:41 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের বিরুদ্ধে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এসব পদক্ষেপ সহায়ক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় সংবাদমাধ্য আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আব্বাস আরাগচি বলেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত। বিদ্যমান পরিস্থিতি সমাধানে এটি সাহায্য করবে না।’

গত সোমবার ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হস্তান্তরে অংশ নেওয়ার অভিযোগ এনে এয়ারলাইন্স সহ বিশিষ্ট ইরানি কর্মকর্তা এবং সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তেহরান অভিযোগ অস্বীকার করেছে।

গত সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে। তেহরানের পহেলা অক্টোবর ইসরায়েলের ওপর হামলার প্রতিক্রিয়ায় এ নিষেধাজ্ঞা এসেছে বলে জানানো হয়।

ইরান বলেছে, এই অঞ্চলে তেহরানের জোটবদ্ধ নেতা এবং বিপ্লবী গার্ডের একজন জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ইরান ও বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার পর ইরান ইতোমধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংকট মোকাবিলা করছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর চুক্তিটি পুনরুজ্জীবিত করার ওপর অগ্রাধিকার দিয়েছেন।

বুধবার আরাগচি বলেন, পারমাণবিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার তথাকথিত মাস্কাট প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখনও আছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন