ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত

IMG
17 October 2024, 3:10 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশের মাঠে প্রতিপক্ষকে ডেকে এনে নাস্তানাবুদ করার বহু নজির রয়েছে ভারতের। তবে এবার ঘরের মাঠে নিজেরাই ধরা খেয়েছে। সেটিও আবার বিব্রতকর রেকর্ড গড়ে। ঘরের মাঠে সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

৪ বছর আগে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানের বিব্রতকর রেকর্ড গড়েছিল ভারত। অ্যাডিলেডে সেদিন এমন লজ্জার রেকর্ড গড়তে ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। আজ বেঙ্গালুরুতে রুদ্রমূর্তি ধারণ করেছেন নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুকি।

দুই কিউই পেসারের বিধ্বংসী বোলিংয়ের সামনে ৪ বছর পর ঘরের মাঠে সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়েছে ভারত।

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। দেশের মাটিতে আগের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫ রান। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রানে অলআউট হয়েছিল ভারত। অর্থাৎ, ৩৭ বছরের পুরোনো বিব্রতকর রেকর্ড ভেঙে দিয়েছে স্বাগতিকেরা।

সবমিলিয়ে এটি তৃতীয় সর্বনিম্ন।

ভারতের ৪৬ রানের মধ্যে ২০ রান এসেছে ঋষভ পন্তের ব্যাট থেকে। অন্যথা, নিজেদের টেস্ট ইতিহাসের সবনিম্ন রানের রেকর্ড গড়তে হতো ভারতকে। পন্তের বাইরে আরেকজন শুধু দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন, তিনি হচ্ছেন ১৩ রান করা ওপেনার যশস্বী জয়সোয়াল। বাকি ব্যাটারদের স্কোরকার্ড ছিল মোবাইল নম্বর।

এর মধ্যে ৫ ব্যাটার শূন্য রানে ফিরেছেন। সবশেষ ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই মোহালিতে ৫ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন।
প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই কিউই পেসাররা উইকেট বৃষ্টি শুরু করে দেন। সামনে থেকে নেতৃত্ব দেন হেনরি। ভারতকে ৪৬ রানে অলআউট করার পথে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। সঙ্গে ২৬ টেস্টে ১০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ৩২ বছর বয়সী পেসার। অন্যদিকে ৪ উইকেট নিয়েছেন ও’রুকি। আর বাকি উইকেটটি আরেক পেসার টিম সাউদির।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন