ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সীমান্তে ৬ বাংলাদেশি আটক

IMG
18 October 2024, 2:43 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের বিভিন্ন গহনা জব্দ করে বিজিবি।

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি।

আটকরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়োর ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।

বিজিবি জানায়, পঞ্চগড়ের সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। পরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন পুরুষ, ১ জন নারী ও একজন শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার দালাল চক্রকে ১ লাখ টাকার বিনিময়ে ওই দালাল চক্রের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় আসেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন