ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

মিরপুর টেস্টে সাকিবের বদলি হাসান মুরাদ

IMG
18 October 2024, 4:30 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে মিরপুরে বিদায়ী টেস্টটা খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে দেশে ফেরার কথা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় দেশে ফেরা হয়নি সাকিবের। এবার মিরপুর টেস্টের দল থেকেও তাকে সরিয়ে নিয়েছে বিসিবি। ফলে আর কোনো আশাই থাকলো না সাকিবের।
 
মিরপুর টেস্টের স্কোয়াডে সাকিবের বদলে অন্তর্ভূক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে। এর আগেও দলে ডাক পেয়েছেন মুরাদ, তবে ম্যাচ খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুরাদের। সেখানে ভালো পারফরম্যান্সের সুবাদেই মিলেছিল জাতীয় দলে ডাক। তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন হাসান মুরাদ।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। সাথে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচটা মিরপুরে খেলে তবেই বিদায় জানাতে চান টেস্ট ক্রিকেটকে। কিন্তু সাকিবের প্রতি জনগণের তীব্র ক্ষোভের কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়েছিল। শেষমেশ আর ঢাকায় ফেরা হয়নি সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেনও সাকিব। তবে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটে আর ওঠা হয়নি। ফেরা হয়নি দেশেও। কানপুর টেস্টই তাই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকলো।

আগামী ২১ অক্টোবর মিরপুরে মাঠে গড়াবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন