ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ২১ নারীসহ নিহত ৩৩

IMG
19 October 2024, 11:30 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে এক শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জনই নারী। হামাস পরিচালিত কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

শুক্রবার (১৮ অক্টোবর) জাবালিয়া ক্যাম্পে চালানো এই হামলায় আহত হয়েছে ৮৫ জনের বেশি। ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গাজা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী বলছে, তারা এই হামলার তদন্ত করছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

এর আগে আল আওদা হাসপাতালের একটি সূত্র জানায়, তারা হাসপাতালটিতে ২২ জনের মৃত্যুর বিষয় রেকর্ড করেছে। পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নির্মিত তাল আল-জাতার শিবিরটিতে চালানো হামলায় আরো ৭০ জন আহত লোককে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

রাতভর পরিচালিত এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে একজন মুখপাত্র বলেন, তারা বিষয়টির খোঁজ নিচ্ছেন। গাজা উপত্যকার উত্তরে ও জাবালিয়ার আশপাশে গত ৬ অক্টোবর থেকে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা গতকাল শুক্রবার রাতে জানায়, গাজার উত্তরে বেসামরিক লোকজন ক্রমশ বাড়তে থাকা দুঃসহ ও বিপদজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সাধারণ পরিবারগুলো এখানে প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যে নিষ্ঠুর পরিবেশে দিন কাটাচ্ছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন