ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

এবারও প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি

IMG
19 October 2024, 2:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আজ শনিবার বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসলেও এবারও ডাক পায়নি জাতীয় পার্টি।

বিকেল ৩টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই সংলাপ শুরু হবে।

এ সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলো হচ্ছে- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি, লেবার পার্টি।

এর আগে গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বতী সরকারের তৃতীয় দফায় সংলাপ হয়। ওই সংলাপে বসার আগে জুলাই-আগস্টে আন্দোলনে ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে জাতীয় পার্টিকে না ডাকার দাবি জানানো হয়।

ফলে ওই সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। তবে এবারের সংলাপে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন বলে জাপা নেতা জানিয়েছেন। যদিও শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সংলাপে আমন্ত্রণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন