ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

IMG
19 October 2024, 4:37 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে রূপনগর হাউজিং জামে মসজিদের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. সাজ্জাদ হোসেন সাগর (২৮) ও মো. শামীম ফকির (২৬)। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি ও ১টি রড কাটার উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রূপনগর থানা সূত্রে জানা যায়, রূপনগর থানার রূপনগর হাউজিং জামে মসজিদের পেছনে খালপাড় এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন দুর্বৃত্ত। এমন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ সাগর ও শামীমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ৪/৫ জন পালিয়ে যায়। পরবর্তীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অপরাধে রূপনগর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। রূপনগর এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

ডিএমপির ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে রাজধানীর রূপনগর, মিরপুর মডেল ও পল্লবী থানায় ডাকাতি, মাদক ও চুরির ৮টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত শামীম ফকিরের বিরদ্ধে রূপনগর থানায় একটি চুরির মামলা রয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন