ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

৪০তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

IMG
20 October 2024, 11:21 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ রোববার অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তবে পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া জানিয়েছে, অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রোববারের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না।

আজ রোববার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিকে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। সকাল ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নিজে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করার কথা ছিল। ইতোমধ্যে তিনি শনিবার রাজশাহীতে গেছেন। আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সারদায় রয়েছেন।

জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। অভিযোগ রয়েছে, হাসিনা সরকার তিনটি ক্যাটাগরিতে ৪০তম বিসিএস থেকে প্রার্থী নির্বাচন করে। সে সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেকেই বাদ পড়েন শুধুমাত্র এসবি এবং এনএসআই-এর রিপোর্টের কারণে। আওয়ামী লীগ না করলে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে ফলাফল যত ভালোই হোক পরিবারের কেউ বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বাদ দেয়া হয়েছে।

এর ৬২ জন ছাত্রলীগের নেতার পুলিশে নিয়োগ নিয়ে সম্প্রতি সমালোচনা শুরু হয়। বির্তকের মধ্যে শেষ মুহূর্তে এসে এই অনুষ্ঠান বাতিল করা হল।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন