ঢাকা      শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
শিরোনাম

সিলেট সীমান্তে মিয়ানমারের নাগরিক আটক

IMG
20 October 2024, 11:10 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে মো. আনিসুর রহমান নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির ঝিঙ্গালাবাড়ী থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।

বিজিবি জানায়, আনিসুর গত ৭ বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে প্রবেশ করে। এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সম্প্রতি সিলেটে ভালো চাকরির সন্ধানে অবস্থান করছিল। তবে বিজিবি তার কাছে কোনো পরিচয়পত্র পায়নি। আটককৃত আনিসুরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন