ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, গত সপ্তাহে কমেছিল ৭%

IMG
21 October 2024, 11:00 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পশ্চিমা পৃথিবীতে আজ সোমবার নতুন সপ্তাহের প্রথম দিনে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। মাঝে কিছুদিন দাম বাড়ার পর গত সপ্তাহে তেলের দাম ৭ শতাংশ হ্রাস পায়। মূলত চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় গত সপ্তাহে তেলের দাম কমেছিল।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, আজ সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে ওঠে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বা ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল।

গত ৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহের পর এটাই কোনো সপ্তাহে জ্বালানি তেলের সর্বোচ্চ দরপতন। মূলত চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান ও ইসরায়েল দ্বন্দ্ব আপাতত নিরসনের সুযোগ আছে।

সপ্তাহান্তে উত্তেজনা কিছুটা বেড়েছিল। গতকাল রোববার ইসরায়েল জানায়, লেবাননের রাজধানী বৈরুতে, যেসব জায়গা থেকে হিজবুল্লাহর আর্থিক কার্যক্রম পরিচালিত হয়, সেসব জায়গায় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে আজ সকালে চীন অর্থনৈতিক প্রণোদনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সুদহার হ্রাস করেছে। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার ছিল গত দেড় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেলের দাম গত এক মাসে অনেকটা বেড়েছিল। ৭ অক্টোবর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৩ ডলারে উঠে যায়। এটাই ছিল গত এক মাসে তেলের সর্বোচ্চ দর। এই সময়ে তেলের সর্বনিম্ন দর ছিল গত ২৬ সেপ্টেম্বর, সেদিন ব্রেন্ট ক্রুড তেলের দর ছিল ব্যারেলপ্রতি ৭১ দশমিক শূন্য ৯ ডলার।

অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল ৭ অক্টোবর, সেদিন দাম ছিল ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ১৪ ডলার। সর্বনিম্ন দাম ছিল গত ২৬ সেপ্টেম্বর, ৬৭ দশমিক ৬৭ ডলার।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন