ঢাকা      মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

IMG
21 October 2024, 1:46 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে শুরু থেকেই চাপে পড়েছে বাংলাদেশ। একের পর এক ব্যাটসম্যান ফিরে যাওয়ায় ৬০ রানেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। শেষ আঘাতটি আসে কেশব মহারাজের বোলিংয়ে, যখন মেহেদী হাসান মিরাজ আউট হন।

মিরাজকে ফিরিয়ে লাঞ্চ বিরতি আনেন মহারাজ। ফুলিশ লেংথের আর্ম বলটি কিছুটা টার্ন করবে ভেবে সামনে এসে ডিফেন্স করতে গিয়েছিলেন মিরাজ। বল সরাসরি আঘাত করে তার প্যাডে। আম্পায়ার নিতিন মেনন আঙুল তুলে আউটের সংকেত দিলে মিরাজ রিভিউ নেন, তবে টিভি রিপ্লেতে দেখা যায় আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল। এর ফলে লাঞ্চের ঠিক আগে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে, ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। মুশফিকুর রহিমের পর লিটন দাসও আউট হন রাবাদার দুর্দান্ত এক ডেলিভারিতে। রাবাদার বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করার পর লিটন আলতোভাবে শট খেললে তা দ্বিতীয় এবং তৃতীয় স্লিপের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু প্রোটিয়া ফিল্ডার ট্রিস্টান স্টাবস বাজপাখির মতো লাফিয়ে ক্যাচটি নেন।

রাবাদা এই ম্যাচে আরও একটি বড় কীর্তি অর্জন করেন, মুশফিককে আউট করে ৩০০তম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ পেসার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন রাবাদা। তার অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ চাপে পড়ে যায়। মুশফিকের আউটের পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪০ রানে ৪ উইকেট।

এর আগে, ইনিংসের শুরুতেই অধিনায়ক শান্ত, সাদমান ইসলাম ও মুমিনুল হককে দ্রুত আউট করে মুল্ডার বাংলাদেশকে বিপদে ফেলে দেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন